Site icon Jamuna Television

হিলি সীমান্তে বিএসএফ- বিজিবির সৌজন্য সাক্ষাৎ

হিলি প্রতিনিধি:

হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর অতিরক্তি মহাপরিচালক ওয়াই,বি খোরানা-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মো. গোলাম মহিউদ্দিন খন্দকার। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ২টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শুন্য রেখায় ভারতীয় অংশে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে বিএসএফর আমন্ত্রণে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো. গোলাম মহিউদ্দিন খন্দকার সীমান্তের শুন্য রেখায় এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফর অতিরক্তি মহাপরিচালক ওয়াই,বি খোরানা।

আরও পড়ুন: কক্সবাজারে নারীকে ধর্ষণের ঘটনায় এজহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার

এ সময় শিলিগুড়ি ফ্রন্টইয়ারের কমান্ডার রবি গান্ধি, রায়গঞ্জ বিএসএফ সেক্টর কমান্ডার শ্রীভাস্তুব, পতিরাম ৬১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বেলান্দ্র তৃবদিসহ অন্যান্য স্টাফ অফিসাররা তার সাথে ছিলেন।

এছাড়া সৌজন্য সাক্ষাতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় বিজিবির পক্ষ থেকে বিএসএফর অতিরিক্ত মহাপরিচালককে ক্রেষ্ট উপহার দেয়া হয়।

বৈঠক শেষে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম মহিউদ্দিন সাংবাদিকদের জানান, মাদক, চোরাচালানসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় বাহিনীর মধ্যে কথা হয়েছে। এমন সৌজন্য সাক্ষাতের মাধ্যমে উভয় বাহিনীর মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।

এসজেড/

Exit mobile version