Site icon Jamuna Television

‘আইনমন্ত্রীর মতামতে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ নাই’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনমন্ত্রীর মতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার আইনগত কোনো সুযোগ নাই। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার ইস্যুতে তার ভাইয়ের করা আবেদনের প্রেক্ষিতে আইনমন্ত্রী এ মত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান।

স্বরাষ্ট্রমন্ত্রী এও উল্লেখ করেন, আইনমন্ত্রী খালেদা জিয়ার ইস্যুতে যে মতামত দিয়েছেন, তা পর্যালোচনা (স্টাডি) করছি, বিস্তারিত পরে জানানো হবে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।

আইনমন্ত্রীর মতামতে জানানো হয়, মানবিক দিক বিবেচনায় তার দণ্ডাদেশ স্থগিত করে বাসায় বা দেশে চিকিৎসার সুযোগ দেয়া হয়েছে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার আইনী সুযোগ নেই।

এমএন/

Exit mobile version