Site icon Jamuna Television

মাথায় বজ্রাঘাতের পরও বেঁচে ফিরলেন নিরাপত্তা কর্মী! (ভিডিও)

ছবি: সংগৃহীত।

‘মাথায় বাজ পড়বে’ এমন অভিশাপ আমরা হরহামেশাই দিয়ে থাকি রাগের বশে। তবে সত্যি যদি কারোর মাথায় বাজ তথা বজ্রপাত এসে আঘাত করে তবে তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু তা বলার অপেক্ষা রাখে না। এমনই এক ভয়ানক ঘটনা সম্প্রতি সিসি ক্যামেরায় ধরা পড়লো ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়।

এ নিয়ে একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, জাকার্তার একটি কারখানায় বৃষ্টির সময় মাথায় ছাতা নিয়ে একজন নিরাপত্তা কর্মী হেঁটে যাচ্ছেন। কিছুদূর যেতেই হঠাৎ তার ওপর আছড়ে পড়ে বজ্রপাত। বিশাল শব্দের সাথে সাথে ক্ষণিকের জন্য স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে চারদিকে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ঘটনার পরই সেখানে ছুটে যান আশেপাশে থাকা লোকজন। তাকে উদ্ধার করে হাসপাতালেও নেয়া হয়। তবে অবাক করা কাণ্ড হলো, এই ঘটনার পরও বেঁচে ফিরেছেন সেই নিরাপত্তাকর্মী। হাতে সামান্য পুড়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি। এতে রীতিমতো হকচকিয়ে গেছেন হাসপাতালের চিকিৎসকরাও।

এসজেড/

Exit mobile version