Site icon Jamuna Television

করোনায় পণ্ড বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে পণ্ড হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি। আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় এই ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। তাই রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে খেলবে ইয়ং টাইগাররা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৩২ ওভার ৪ বলে ৪ উইকেটে ১৩০ রান করার পর ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়। পরে এক টুইট বার্তায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল দুই ম্যাচ অফিশিয়ালের কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানায়। প্রটোকল অনুযায়ী তাদের চিকিৎসা চলছে বলে জানানো হয় সেই পোস্টে।

আরও পড়ুন: সেঞ্চুরিয়নে বিপর্যয়ের পরও চালকের আসনে ভারত

এদিকে, আগামী বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের যুবাদের বিপক্ষে খেলতে নামবে ভারত।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে রাহি-তাসকিনদের দাপট

Exit mobile version