Site icon Jamuna Television

সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অনুশাসন দিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আসাদুজ্জামান খান কামাল। সকল চিঠিপত্রের গায়ে মাকদকবিরোধী লেখা থাকার পরামর্শ দেন তিনি।

মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম যেন এর ক্ষতিকর দিক নিয়ে প্রচারণা চালায় এবং মাহফিলে, ক্লাসেও মাদকবিরোধী প্রচারণা চালাতে হবে বলে মত দেন আসাদুজ্জামান খান কামাল।

তিনি আরও বলেন, মাদক আমাদের দেশে তৈরি হয় না। ভারত ও মায়ানমার থেকে আসে। মায়ানমার থেকে বন বা সাগর হয়ে দেশে মাদক ঢোকে। আর তাতে যত্রতত্র মাদক মিলছে। টেকনাফের অধিবাসীরা ইয়াবাকে ওষুধ মনে করে। মাদক নির্মূলে বর্ডার রুট করা হচ্ছে। ভবিষ্যতে কঠোর থেকে আরও কঠোরতর হবে বলে বার্তা দেন তিনি।

এমএন/

Exit mobile version