Site icon Jamuna Television

‘বাড়ি ফিরে আয় মজনু, লায়লার সঙ্গেই তোর বিয়ে হবে’

ছবি: সংগৃহীত

কখনো শুনেছেন পছন্দমতো পাত্রীর সঙ্গে বিয়ে না দেয়ায় বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছেন পাত্র? কখনো শুনেছেন, পছন্দের দোকান থেকে শেরওয়ানি না কেনায় পাত্র বাড়ি ছেড়ে চলে গিয়েছেন? শুনতে অদ্ভুত লাগলেও সম্প্রতি ছেলের নিরুদ্দেশ হওয়ার এমনই বিজ্ঞাপন দিয়েছেন এক দম্পতি।

পাত্রের বয়স ২৪। ফর্সা, সুন্দর এবং উঁচু-লম্বা। এই বর্ণনার পাশেই লেখা— নিখোঁজ! তার ঠিক নীচেই লেখা, বাড়ি ফিরে আয় বাবা মজনু। তোর জন্য সবাই ভীষণ চিন্তায় আছি।

‘দ্য টেলিগ্রাফ’-এর ওই বিজ্ঞাপনে লেখা হয়েছে, আমরা তোর দাবি মেনে নিয়েছি। লায়লা-ই তোর জীবনসঙ্গী হবে। শুধু তাই নয়, তোর পছন্দমতো দোকান থেকেই শেরওয়ানি কেনা হবে।

বিজ্ঞাপনে আরও লেখা হয়েছে, নিউ মার্কেটের সেই দোকানেই আমরা যাব। ওখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। এছাড়া তোর বৌভাতের দিনের জন্য আমরা সকলে ওই দোকান থেকেই পোশাক কিনবো।

এমন ‘অভিনব’ বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে এটি আসল কোনো নিখোঁজ বিজ্ঞপ্তি নয়, এটি একটি দোকানের বিজ্ঞাপন। মূলত এটি কলকাতার ‘সুলতান’ নামের এক শেরওয়ানির দোকানের বিজ্ঞাপন।

সূত্র: ফ্রি প্রেস ইন্ডিয়া।

Exit mobile version