Site icon Jamuna Television

করোনা মোকাবেলায় নতুন দুইটি ভ্যাকসিনের অনুমোদন দিলো ভারত

ছবি: সংগৃহীত।

করোনা মহামারি মোকাবেলায় নতুন দুইটি ভ্যাকসিন এবং একটি অ্যান্টি-ভাইরাল ওষুধের অনুমোদন দিলো ভারত। অনুমোদন পাওয়া টিকা দুটি হলো- কোরবেভ্যাক্স এবং কোভোভ্যাক্স।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) টুইট বার্তায় এই তথ্যটি জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন টিকাটি তৈরি করেছে হায়দ্রাবাদভিত্তিক কোম্পানি বায়োলোজিক্যাল-ই প্রতিষ্ঠান। নতুন অনুমোদনের ফলে ভারতে মোট ৮টি কোভিড টিকা ব্যবহারের অনুমোদন পেলো।

আরও পড়ুন: সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল

তিনি আরও জানান, অ্যান্টি ভাইরাল ওষুধ মোল-নু-পিরা-ভির কেবল জরুরি অবস্থায় ব্যবহার করা যাবে। সেবনযোগ্য করোনার এই ওষুধটি ভারতে উৎপাদন করবে ১৩টি প্রতিষ্ঠান। এছাড়াও জানুয়ারি ১০ তারিখ থেকে বুস্টার ডোজ প্রয়োগ শুরু করবে ভারত। যাতে অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্ব ব্যক্তি এবং ফ্রন্টলাইনার্সরা।

জেডআই/

Exit mobile version