Site icon Jamuna Television

নতুন পরিচয়ের অপেক্ষায় তিশা-ফারুকী

মা-বাবা হতে চলেছেল নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা জানিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তিশা ওই স্ট্যাটাসে লিখেন, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন, আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো? আমি কেনো সবকিছুতে অনুপস্থিত? এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন।

ফেসবুকে ছবি পোস্ট করে তিশা জানিয়েছেন, মা হতে চলেছেন। ছবি: সংগৃহীত

অনুপস্থিতির কারণ হিসেবে এই অভিনেত্রী আরও লেখেন, আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন। যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো-বাতাসে আসে।

এমএন/

Exit mobile version