Site icon Jamuna Television

আইপিএলের আগে কলকাতার জন্য চরম দুঃসংবাদ

আইপিএল শুরু হওয়ার আগে চরম দুঃসংবাদ এল কলকাতা শিবিরে। চোট পেয়ে ছিটকে গেলেন মিশেল স্টার্ক। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগেই পায়ে চোট পান স্টার্ক।

অস্ট্রেলিয়া দল থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ডান পায়ে হাড়ে চোট পেয়েছেন স্টার্ক। সূত্রের খবর, এই টেস্ট চলাকালীনই বাড়ির বিমান ধরবেন তিনি। তবে আইপিএলে যে স্টার্ক খেলতে পারবেন না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে।

এ বার নিলামে বেশ উঁচু দরের ক্রিকেটার ছিলেন তিনি। তাকে ৯ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল নাইট শিবির। তাঁর অনুপস্থিতিতে আইপিএলের প্রস্তুতিতে কেকেআর যে ধাক্কা খাবেই সেটা বলাই যায়। তবে কেকেআরের আরও চিন্তা রয়েছে। ক্রিস লিন এবং আন্দ্রে রাসেলের চোটের ব্যাপারে এখনও কোনো খবর আসেনি।

অন্যদিকে বেআইনি বোলিং অ্যাকশনের জন্য সুনীল নারিন এ বার আইপিএল খেলতে পারবেন কি না সে ব্যাপারেও কিছু জানা যায়নি। সব মিলিয়ে আইপিএলের প্রথম ম্যাচে কেকেআর কেমন দল নামায় সেটাই দেখার। কেকেআর-এর প্রথম ম্যাচ ৮ এপ্রিল, ইডেনে। প্রতিদ্বন্দ্বী বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Exit mobile version