Site icon Jamuna Television

পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করবে বাংলাদেশ

জাতিসংঘের ৭২তম অধিবেশনে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। এসংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘ মহাসচিব চুক্তিতে স্বাক্ষর করবেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের এয়ার সার্ভিস বিষয়ে একটি চুক্তিও খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজির অগ্রগতি প্রতিবেদনও মন্ত্রিসভাকে অবিহত করা হয়েছে। এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে এগিয়ে আছে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version