Site icon Jamuna Television

করোনায় আয়ের রেকর্ড গড়লো ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’

ছবি: সংগৃহীত।

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে সাড়া ফেলেছিল ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’। তখনই ধারণা করা হয়েছিল সিনেমাটি আয়ের রেকর্ড গড়বে। বড়দিনের একদিন পরই তার প্রমাণ দিল সিনেমাটি। করোনা মহামারি শুরুর পর এটিই প্রথম সিনেমা যেটি বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে। এর মধ্যে সোমবার ও মঙ্গলবারই সিনেমাটি আয় করে ১৫০ মিলিয়ন ডলার।

মাত্র ১২ দিন আগে সারাবিশ্বে মুক্তি পায় স্পাইডার ম্যান সিরিজটি। মুক্তির সময় এর প্রযোজন সংস্থা ধারণা করছিল, করোনার কারণে সিনেমার টিকিট আশানুরূপ বিক্রি হবে না। দর্শকরাও হলমুখী হবেন না। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে সিনেমা হল বন্ধ হওয়ার শঙ্কাও ছিল।

তবে এই সিনেমার এমন রেকর্ডে ইন্ডাস্ট্রিতে নতুন আশা দেখাবে বলে মনে করছেন মিডিয়া অ্যানালিস্ট পল ডারগারআবেদিয়ান। বলেন, সিনেমাটি চীনে ও জাপানে মুক্তি পেলে নতুন রেকর্ডের সম্ভাবনা রয়েছে।

‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ সিনেমার ১২ দিন লাগলেও, সবচেয়ে কম সময় মাত্র পাঁচদিনে বিলিয়ন ডলার আয় করে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’। ২০২১ সালে সর্বোচ্চ আয় করা অন্য দুটি সিনেমার মধ্যে রয়েছে চীনের ‘দ্য ব্যাটল অব লেক চাংজিন’ ও ‘হাই, মম’। সিনেমাদুটি আয় করে যথাক্রমে ৯০৪.৯ ও ৯০০ মিলিয়ন ডলার।

জেডআই/

Exit mobile version