Site icon Jamuna Television

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্টকে পিটিয়ে হত্যা

ছবি: প্রতীকী।

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনেশিয়ান) সাইফুল ইসলামকে
(২৮) পিটিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেয়ার পথে তিনি মারা যান। এর আগে বেলা ২টার দিকে শহরের টাউনহল রোড এলাকায় পিটিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত সাইফুল ইসলাম জেলার মাধবপুর উপজেলার মনতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। রাতেই তারা জরুরি প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন। এসময় তারা জড়িতদের আইনের আওতায় আনার আগ পর্যন্ত প্রতিদিন ১ ঘণ্টা করে আউটডোরে কর্মবিরতি পালনের ঘোষণা দেন।

সাইফুল ইসলাম হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনোশিয়ান) হিসেবে
প্রায় দেড় বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। মঙ্গলবার বিকেলে শহরের টাউন হল রোড এলাকায় প্রয়োজনীয় কাজ শেষে রিকশাযোগে হাসপাতালে আসছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে উপর্যপুরি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে সিলেট পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। তবে কি কারণে তার উপর হামলা চালানো হয়েছে, তা কেউই বলতে পারছে না।

জেডআই/

Exit mobile version