Site icon Jamuna Television

মানুষের মতো দেখতে বাচ্চার জন্ম দিল ছাগল!

ভারতের আসামের গঙ্গাপুর নামের এক গ্রামে মানুষের মতো দেখতে একটি বাচ্চার জন্ম দিয়েছে ছাগল। এমন খবর ছড়িয়ে যাওয়ার পর মানুষের ভিড় জমেছে সেটি দেখতে। এমন ঘটনায় হতবাক অনেকেই।

জানা গেছে, গঙ্গাপুর গ্রামের এক বাসিন্দার পোষা ছাগল এই বাচ্চার জন্ম দেয়। যার মুখ, চোখ নাক অবিকল মানুষের মতো। কিন্তু, ছাগলের চার পা হলেও সেই ছাগলটির পা দুইটি। তবে এটির কান ছাগলের মতোই।

নতুন জন্ম নেয়া সেই ছাগলটি দেখতে গঙ্গাপুরে ভিড় জমিয়েছেন আশেপাশের গ্রামের বাসিন্দারাও। ছাগল মালিকের তথ্য অনুযায়ী, সোমবার (২৭ ডিসেম্বর) ছাগলটি বাচ্চার জন্ম দেয়। অদ্ভুত দেখতে বাচ্চাটি দেখে ভড়কে যান বলেই স্বীকার করেন মালিক।

আরও পড়ুন: যেসব নিরাপত্তাব্যবস্থা রয়েছে মোদির নতুন গাড়িতে

তবে ছাগলের সেই বাচ্চাটি বেঁচে ছিল অল্প কিছুক্ষণ। স্থানীয় পশু চিকিৎসকদের মতে, পরিপুষ্ট ও স্বাভাবিকভাবে বৃদ্ধি না পাওয়ায় এটি দেখতে এমন অদ্ভুত হয়েছে।

জেডআই/

Exit mobile version