Site icon Jamuna Television

খেলা হবে, সব ধরনের খেলাই আমরা খেলবো এবং জিতবো: শামীম ওসমান (ভিডিও)

শামিম ওসমান।

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ধলেশ্বরী নদীতে আয়োজিত এক নৌকাবাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে এসেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় প্রশাসন। তাতেই মেতে উঠেছিলেন নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর দু’পাড়ের মানুষ। ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ থেকে বক্তাবলী ডিগ্রির চর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে চলে প্রতিযোগিতা। বাদ্যর তালের সাথে বৈঠার টানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, আমাদের যে শ্লোগান আজকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে পশ্চিমবঙ্গসহ অন্য সব জায়গায়। যেটা আমি নারায়ণগঞ্জের ছোট্ট একটা মানুষ এক সময় বলেছিলাম, খেলা হবে। ওই খেলা আজকে হয়েছে, খেলা হবে। সব ধরনের খেলাই আমরা খেলবো এবং জিতবো ইনশাআল্লাহ।

ভিডিও দেখুন এখানে: খেলা হবে, সবধরণের খেলাই আমরা খেলবো এবং জিতবো: শামীম ওসমান

নৌকাবাইচ দেখতে নদীর দু’পাড়ে ভিড় জমান অসংখ্য মানুষ। শামীম ওসমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

/এসএইচ

Exit mobile version