Site icon Jamuna Television

স্বাক্ষর জাল করে প্রতারণা সমাজসেবা অধিদফতরের অফিস সহায়কের

সমাজসেবা অধিদফতরের অফিস সহকারী তানজিনা ইয়াসমিন।

সমাজসেবা কর্মকর্তার স্বাক্ষর সুকৌশলে রপ্ত করে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ উঠেছে তানজিনা নামের এক অফিস সহায়কের বিরুদ্ধে। শাস্তির বদলে তাকে রৌমারী থেকে কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতারণার শিকার হতদরিদ্র মানুষ।

ভাতার কার্ড দেয়ার নামে হতদরিদ্রদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রৌমারী সমাজসেবা অফিসের কর্মচারি তানজিনা ইয়াসমিনের বিরুদ্ধে। সেই টাকা জোগাড় করতে গিয়ে কেউ গবাদি পশু বিক্রি করেছেন, কেউবা ঋণে জর্জরিত।

তানজিনার অনিয়ম-দুর্নীতির ফিরিস্তি সংশ্লিষ্ট অফিসে লিখিতভাবে জানিয়েছে ভুক্তভোগীরা। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে জেলা কার্যালয়ে বদলির পাশাপাশি বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। ঘটনা জানাজানির পর দায় স্বীকারও করেছে অভিযুক্ত তানজিনা।

এদিকে, যার স্বাক্ষর জাল করেছেন সেই সমাজসেবা কর্মকর্তার বদলি হয়েছে। টেলিফোনে তিনি ঘটনার সত্যতা জানিয়েছেন সেই কর্মকর্তা।

এসজেড/

Exit mobile version