Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় নিহত ১

নির্বাচনী সহিংসতা কেড়ে নিলো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। ভোটের ফল শুনতে গিয়ে প্রাণ গেল ঠাকুরগাঁও সদরের আসান নগর গ্রামের হামিদুল ইসলামের। তার পরিবারে এখন শোকের মাতম।

হামিদুলের মৃত্যুতে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় দিশেহারা তার স্ত্রীসহ পাঁচ ছেলেমেয়ের। চতুর্থ ধাপের নির্বাচনে রাজাগাঁও ইউনিয়ন পরিষদে ভোটের ফল ঘোষণা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলিও চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সংঘর্ষের মধ্যেই প্রাণ হারান হামিদুল। স্থানীয়দের দাবি, কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না তিনি।

পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে। দোষিদের বিরুদ্ধে নেয়া হবে আইনি ব্যবস্থা।

এসজেড/

Exit mobile version