Site icon Jamuna Television

এবার আসছে রাজেশ খান্নার বায়োপিক

প্রযোজক নিখিল দ্বিবেদী (বামে), রাজেশ খান্না (মাঝে), পরিচালক ফারাহ খান (ডানে)। ছবি: সংগৃহীত।

বলিউডের সুপার স্টার রাজেশ খান্নার জীবনী নিয়ে এবার তৈরি হচ্ছে চলচ্চিত্র। এর প্রযোজনায় আছেন নিখিল দ্বিবেদী। প্রাথমিকভাবে ছবিটি পরিচালনার জন্য ফারাহ খানের সাথে কথা চলছে তার। এর চেয়ে বেশি কিছু এই ছবি নিয়ে এখনও প্রকাশ করা হয়নি। খবর হিন্দুস্তান টাইমসের।

গৌতম চিন্তামণির লেখা অভিনেতার জীবনী ‘ডার্ক স্টার: দ্য লোনলিনেস অব বিয়িং রাজেশ খন্না’ অবলম্বনে তৈরি হবে ছবিটি। তবে এই ছবি নির্মাণ করা হলে রাজেশ খান্নার পরিবারের সম্মতি নিয়েই করা হবে বলে জানিয়েছেন ফারাহ।

হিন্দি ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টারের তকমা দেয়া হয় রাজেশকে। পর্দার পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও রঙিন। এই ছবিতে রাজেশ খান্নার চরিত্রে কে থাকছেন তা অবশ্য এখনও ঠিক হয়নি। তবে তার চরিত্রে অভিনয় করার মতো চ্যালেঞ্জ কে নিতে চান সেটিই এবার দেখার বিষয়।

এসজেড/

Exit mobile version