Site icon Jamuna Television

নিজেও টিকা নিবেন না, মেয়েকেও টিকা নিতে দিবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারি শুরু পর থেকেই নানা বিতর্কের জন্ম দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। লকডাউনে অনীহা, এমনকি ভ্যাকসিন না নেয়া নিয়েও করেছেন বিতর্কিত মন্তব্য। সম্প্রতি বোলসোনারো জানিয়েছেন, নিজের ১১ বছর বয়সী মেয়েকেও তিনি করোনার টিকা দেবেন না।

এমন মন্তব্যে বোলসোনারো পুনরায় তার টিকা-বিরোধী দৃঢ় অবস্থান বজায় রাখলেন। তবে তার এমন অবস্থানের সমালোচনা করেছেন ব্রাজিলের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং যার কারণে বলসোনারোর জনপ্রিয়তা কমবে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ৫ জানুয়ারি থেকে ব্রাজিলে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনা হবে। বলসোনারো জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই এ বিষয়ে ঘোষণা দেবেন স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুয়েইরোগা।

Exit mobile version