Site icon Jamuna Television

ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠলো ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

ছবি: সংগৃহীত।

ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সজোরে কেঁপে উঠেছে বুধবার (২৯ ডিসেম্বর)। রিখটার স্কেল বলছে, ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এই অঞ্চলে। বিষয়টি জানিয়েছে দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এনসিএস। খবর এনডিটিভির।

এনসিএস বলছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০০ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় ভোর ৫টা ৩১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে, নভেম্বরের গোড়ার দিকে পোর্ট ব্লেয়ারের দক্ষিণ-পূর্বে একই মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পের গভীরতা ছিল ১৬ কিলোমিটার। তবে বুধবারের এই ভূমিকম্পের কেন্দ্র অনেক গভীরে হওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।

এসজেড/

Exit mobile version