Site icon Jamuna Television

জর্ডানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতি

ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধন করাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র জর্ডানের পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে ঘটনাটি ঘটার পর পার্লামেন্টের অধিবেশন মুলতবি করা হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয় এ ঘটনা। সংবিধান সংস্কারের প্রস্তাব পেশ করা হলে প্রথমে বাকবিতণ্ডায় জড়ান আইনপ্রণেতারা। পরে পরিস্থিতি গড়ায় হাতাহাতিতে।

বিরোধীদের অভিযোগ, সংবিধানে পরিবর্তন আনার মাধ্যমে আরও ক্ষমতাবান হবেন বাদশাহ আবদুল্লাহ্। ১৯৯৯ সাল থেকে তিনি শাসন করছেন জর্ডান।
আরও পড়ুন: ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠলো ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

ইউএইচ/

Exit mobile version