Site icon Jamuna Television

আমাদের ভোট দিলে ৫০ রুপিতে মদ পাবেন; বিজেপি নেতার প্রতিশ্রুতি

আপনারা ভোট দিন, আমরা সস্তায় মদ দেব। এক জনসভায় এমনই প্রস্তাব দিলেন ভারতের অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি সমু বীররাজু। তার দাবি, বিজিবি যদি এক কোটি ভোট পায়, তাহলে মদ মিলবে ৭০ রুপিতে। এখানেই শেষ নয়। তেমন হলে ৫০ রুপিও হতে পারে মদের দাম।

বিজেবি নেতার এমন প্রতিশ্রুতিকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়েছে দেশটিতে। প্রশ্ন উঠছে, নির্বাচনে পাশ করতে এমন প্রতিশ্রুতিও দেয়া যায়, তাও প্রকাশ্যে?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক জনসভায় ওই নেতা বলেন, এই মুহূর্তে মদের বোতলের দাম ২০০ রুপি। অথচ মদের মান অত্যন্ত খারাপ। তাদের সরকার ক্ষমতায় এলে পরিস্থিতি পালটে যাবে। এরপরই তিনি বলেন, বিজেপিকে এক কোটি ভোট দিন। আমরা আপনাদের ৭০ রুপিতে মদের ব্যবস্থা করে দেব। যদি লভ্যাংশ বেশি রাখা যায়, তাহলে ৫০ রুপিতেও মিলতে পারে।

বীররাজুর হিসেব অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে মদের ক্রেতা প্রায় ১ কোটি। আর সেই কারণেই তার অনুরোধ, যদি ওই ১ কোটি মানুষ তাদের ভোট দেন, তাহলেই মদ্যপানের জন্য সুদিন এনে দেবে বিজিবি শিবির।

উল্লেখ্য, ২০২৪ সালে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন। কিন্তু এখন থেকেই নির্বাচনকে ঘিরে প্রচারণা শুরু করেছে বিজেপি। আর তারই ফলশ্রুতি মঙ্গলবারের ওই প্রতিশ্রুতি। বিজেপি নেতা বলেন, রাজ্যবাসীকে মাসে ১২ হাজার রুপি খরচ করতে হচ্ছে মদ কেনার জন্য। তার অভিযোগ, রাজ্যের বহু নেতাই বেনামে মদের কারখানা চালান। ওই সব কারখানা থেকে সস্তায় মদ কেনে সরকার। তারপর তা বিক্রি করে বেশি দামে।

সূত্র: সংবাদ প্রতিদিন

Exit mobile version