Site icon Jamuna Television

ক্র্যাবের পুরস্কার পেলেন যমুনা টিভির রিয়াজ রায়হান

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হান।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- ক্র্যাবের দুই ক্যাটাগরিতে সেরার পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হান। অপরাধ ও মাদক চোরাচালান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এই স্বীকৃতি পান তিনি।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেয়া হয়। এ সময় রিয়াজ রায়হানের করা প্রতিবেদনের প্রশংসা করেন বক্তারা। অনুষ্ঠানে আইনমন্ত্রী ও র‍্যাবের মহাপরিচালক বক্তব্য রাখেন।

এ সময় র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকরা পুলিশকে সহায়তা করে যাচ্ছেন। সাংবাদিকদের করা বিভিন্ন প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনী নানা পদক্ষেপ নিতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম ক্রাইম রিপোর্টারদের সততা ও নিষ্ঠার মাধ্যমে পেশাদারিত্ব বজায় রাখার আহবান জানান। এ বছর যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হানসহ ৬ জন সাংবাদিক এই পুরস্কার পেয়েছেন।

ইউএইচ/

Exit mobile version