Site icon Jamuna Television

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু

দুর্ঘটনার পর ঘাতক বাস চালককে আটক করা হয়, পুলিশি হেফাজতে আছে বাসটিও।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (২৪) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নন্দুপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

কোনাবাড়ীর একটি পোশাক কারখানায় কাজ করতেন ফারুক। জানা গেছে, রাস্তা পারাপারের সময় কিরণমালা পরিবহন চাপা দেয় ফারুককে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান করেন। এ সময় ঘাতক চালক অমিত (২২) কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আরও পড়ুন: স্বামী নির্যাতন করায় অনাহারে স্ত্রী, ৩ দিন পর মৃত্যু!

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং কিরণমালার ওই গাড়িটি থানা হেফাজতে রয়েছে।

এসজেড/

Exit mobile version