Site icon Jamuna Television

কাল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে টাইগারদের প্রতিপক্ষ ভারত

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শারজায় সকাল সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।

দু-দলের সর্বশেষ ৫ দেখায় ২ টি করে ম্যাচ জিতেছে ভারত ও বাংলাদেশ। এরমধ্যে সবচেয়ে বড় ম্যাচটি ছিলো গত বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশের শিরোপা জয়। এবার সেই ভারতকেই হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মসনদে ওঠার আরও কাছে যেতে চায় ইয়ং টাইগাররা।

এশিয়া কাপে নিজেদের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। তবে আইসিসির দুই অফিসিয়াল করোনা পজিটিভ হওয়ার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি বাতিল হয়ে যায়। ম্যাচ বাতিল হলেও রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

আর বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অপর সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে লঙ্কান যুবারা।

/এসএইচ

Exit mobile version