ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ বাড়ির পাশ থেকে এক কিশোরীর আংশিক পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, কদম রসুল গ্রামে রাতে নিজ বাড়িতে বোনের সাথে ঘুমাতে যায় মারুফা। সকাল থেকে মারুফার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের জঙ্গলে মারুফার আংশিক পোড়া মরদেহ দেখতে পায় স্বজনরা।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মারুফাকে হত্যার পর দাহ্য পদার্থ দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/এসএইচ

