Site icon Jamuna Television

কক্সবাজার সমুদ্র সৈকতে নারী ও শিশুদের জন্য আলাদা জোন

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে নারী ও শিশুদের জন্য আলাদা জোনের উদ্বোধন করা হয়েছে বুধবার (২৯ ডিসেম্বর)। জেলা প্রশাসক মামুনুর রশীদ ৬০০ ফুট দৈর্ঘ্যের সংরক্ষিত এই এলাকার উদ্ধোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মামুনুর রশীদ বলেন, প্রশাসন চায় সৈকতে নারী ও শিশুরা বিশেষ সুরক্ষায় থাকবে। এর ফলে এ জোনে অনেকে নির্বিঘ্নে আনন্দমগ্ন থাকবে। পর্যটনবান্ধব কক্সবাজার করতে আমরা সবাই কাজ করছি। হয়তো এ ছোট ছোট উদ্যোগগুলো পর্যটনকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।

এই জোনে নারী ও শিশুদের যে কেউ স্বেচ্ছায় গিয়ে পানিতে নামতে পারবেন। সৈকতে নারীদের জন্য আলাদা ড্রেসিং রুম ও লকার রুম করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি কক্সবাজারের পর্যটন খাত নেতিবাচক শিরোনামে বেশ আলোচনায় এসেছে। তাই এই এলাকাকে আরও পর্যটনবান্ধব করতে চেষ্টা করছে সংশ্লিষ্টরা।

এমএন/

Exit mobile version