Site icon Jamuna Television

করোনায় স্থগিত ভারতের আই লিগ

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রকোপে সারা বিশ্বব্যাপী স্থগিত হচ্ছে একের পর এক ক্রীড়া আসর। এবার সেই তালিকায় গেলো ভারতের শীর্ষ পর্যায়ের ঘরোয়া টুর্নামেন্ট আই লিগ।

আরও পড়ুন: না ফেরার দেশে ম্যারাডোনার ছোট ভাইও 

আপাতত দুই সপ্তাহের জন্য পেছানো হয়েছে আই লিগের খেলা। এই টুর্নামেন্টের কমপক্ষে ১৫ জন করোনায় আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আক্রান্ত ১৫ জনের মধ্যে আবার ৮ জনই রিয়াল কাশ্মির এফসির ফুটবলার।

দর্শকবিহীন স্টেডিয়ামে বায়ো বাবলের মধ্যে লিগ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছিল শুরুতে। তবে লিগ শুরুর মাত্র তিনদিনের মাথায় এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় লিগ কমিটি। এদিকে, কোভিড পজেটিভ হওয়া আট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের একটি হাসপাতালে রেখে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের শর্টলিস্টে আছেন যারা

Exit mobile version