Site icon Jamuna Television

আঁটসাঁট জিন্স পরা নিষিদ্ধ করলো পাকিস্তানের বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আঁটসাঁট জিন্স প্যান্ট পরা নিষিদ্ধ করেছে। ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচার ফয়সালাবাদের শাখা তোবা সিংয়ের কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করেছে।

পাকিস্তান অবজারভার’র প্রতিবেদনে বলা হয়, নারী শিক্ষার্থীদের জিন্স, স্লিভলেস শার্ট এবং আঁটশাঁট পোশাকের সাথে টি-শার্ট পরা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া চটকদার গয়না, ব্রেসলেট, অ্যাঙ্কলেট ও ভারী মেকআপ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

ছেলেদের বেলায় শর্টস, কাটা জিন্স প্যান্ট, বহু পকেট আছে এমন প্যান্ট, ছেঁড়া ও ফ্যাকাসে জিন্স ও ট্রাউজার, যেকোনো বার্তা লেখা টি-শার্ট পরতে নিষেধ করা হয়েছে। তাদের চপ্পল ও স্যান্ডেল, মাথার ব্যান্ড, ক্যাপ, কটি, কানের দুল ও ব্রেসলেট পরাও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তাদের লম্বা চুল রাখার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন: পালাতে রাজি না হওয়ায় ভাবিকে খুন করলো দেবর!

পাকিস্তানে শিক্ষার্থীদের ড্রেসকোড বা পোশাক বিধি জারি করা নতুন কিছু নয়। এর আগে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দুটি বিশ্ববিদ্যালয়েও একই ধরনের পোশাক বিধি ঘোষণা করা হয়েছিল।

Exit mobile version