Site icon Jamuna Television

লাইফ সাপোর্টে সোহেল রানা

লাইফ সাপোর্টে ঢাকাই চলচ্চিত্রের ড্যাশিং হিরো ও অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা

বুধবার (২৯ ডিসেম্বর) রানার শারীরিক অবস্থার অবনতি হলে সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয় বলে নিশ্চিত করেছেন এ অভিনয়শিল্পীর স্ত্রী জিনাত বেগম। জিনাত বেগম বলেন, আমার কিছু বলার মত শক্তি নেই। তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। কি যে হয় কিছুই জানি না।

এর আগে, ২৫ ডিসেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সোহেল রানাকে। অবশ্য, হাসপাতালে ভর্তির কয়েক দিন ধরেই জ্বর ও কাশিতে ভুগছিলেন সোহেল রানা। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে গিয়ে পরীক্ষা করান। জানতে পারেন যে, তিনি করোনা পজিটিভ।
/এসএইচ

Exit mobile version