Site icon Jamuna Television

মাইন বিস্ফোরণকেও রুখে দেবে মোদির নতুন গাড়ি

ছবি: সংগৃহীত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য নতুন গাড়ি আনা হয়েছে। তিনি মার্সিডিজ-মেবাক এস৬৫০ গাড়িতে চড়ছেন। সম্প্রতি ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে হায়দরাবাদ হাউজে এই গাড়ি করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। হিমাচলেও মোদিকে তার নতুন গাড়িতে দেখা যায়। বিভিন্ন ফিচারে সাজানো এই গাড়িটির আগে মোদি রেঞ্জ রোভার, টয়োটা ল্যান্ড ক্রুজারে চড়তেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মার্সিডিজ-মেবাক এস৬৫০ গার্ড গাড়িটি ভিআর-১০ স্তরের সুরক্ষাসহ লেটেস্ট ফেসলিফ্টেড মডেল। প্রোডাকশন গাড়ি গুলোর মধ্যে এই নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ের। মার্সিডিজ-মেবাক গত বছর ভারতে এস৬০০ গার্ড লঞ্চ করে। এর দাম ১০ কোটি ৫০ লাখ ছিল। এবং এস৬৫০ মডেলটির দাম ১২ কোটিরও বেশি হতে পারে।

মোদির নতুন লিমুজিন গাড়িটি চকচকে কালো রঙের। গাড়ির কাচও কালো। মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদিকে বুলেটপ্রুফ মাহিন্দ্রা স্কর্পিওতে চড়তে দেখা যেত। এরপর প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে ২০১৪ সালে বিএমডাব্লিউতে চড়তে দেখা যায়। এরপর রেঞ্জ রোভার, টয়োটা ল্যান্ড ক্রুজারে চড়েন তিনি।

মার্সিডিজ-মেবাক এস৬৫০ গার্ড গাড়িটি বুলেটপ্রুফ হওয়ার পাশাপাশি ব্লাস্টপ্রুফ। দুই কিলোমিটার দূরত্ব থেকে ১৫ কেজির বিস্ফোরণেও গাড়িটির তেমন ক্ষতি হবে না। সেক্ষেত্রে গাড়ির বনেট উঠে যাবে। আবার মাইন বিস্ফোরণের জন্য গাড়ির নিচে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

গাড়ির চারটি চাকার টায়ারই ‘ফ্ল্যাট’। অর্থাৎ টায়ার পাংচার করেও দুর্ঘটনার কবলে ফেলা যাবে না গাড়িটিকে। এই গাড়ির ইঞ্জিন ৬ দশমিক ০ লিটার টুইন টার্বো ভি ১২। এর শক্তি ৫০০ হর্স পওয়ার। নিরাপত্তার কথা ভেবে গাড়ির গতি নিয়ন্ত্রিত হবে ঘণ্টা প্রতি ১৬০ কিলোমিটারে।

Exit mobile version