Site icon Jamuna Television

করোনা রোগীদের আইসোলেশনের মেয়াদ কমালো স্পেন

ছবি: সংগৃহীত

করোনা রোগীদের আইসোলেশনের মেয়াদ কমালো স্পেন সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আক্রান্তদের ১০ দিনের বদলে ৭ দিন থাকতে হবে আইসোলেশনে।

রেকর্ড সংখ্যক নতুন সংক্রমণের মধ্যেই এ সিদ্ধান্ত নিলো দেশটির কর্তৃপক্ষ। আঞ্চলিক স্বাস্থ্য প্রধানদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠকে সর্ব-সম্মতিক্রমে নেয়া হয় এ সিদ্ধান্ত। একইসাথে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেনটাইনের সময়ও কমিয়ে এক সপ্তাহ করলো মাদ্রিদ।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, খেলাধুলোয় অংশ নেয়ার ক্ষেত্রেও কমানো হবে অংশগ্রহণকারীদের সংখ্যা। মূলত দীর্ঘমেয়াদে আইসোলেশনের কারণে দেশটির কিছু শিল্পখাতে কর্মী সংকট দেখা দিয়েছে। বুধবারই দেশটিতে দৈনিক সংক্রমণ শনাক্ত লাখ ছাঁড়ালো। অথচ দু’দিন আগেও সেটি ছিলো ৫০ হাজারের মতো।

Exit mobile version