Site icon Jamuna Television

জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে প্রাণ হারালো ৩ বিচ্ছিন্নতাবাদী। এসময়, আহত হন এক পুলিশ সদস্যেও।

বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অনন্তনাগ এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের গোপন আস্তানায় সাঁড়াশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় পাল্টাপাল্টি গুলি ছুঁড়লে গুরুতর আহত হন এক পুলিশ সদস্য। দ্রুত তাকে উদ্ধারের মাধ্যমে নেয়া হয় স্থানীয় হাসপাতালে।

পরবর্তীতে রাতের দিকে কুলগাও জেলার একটি গ্রামে পৃথক অভিযান চালানো হয়। যাতে প্রাণ হারায় দুই বিচ্ছিন্নতাবাদী। সেখানে এখনো তল্লাশি অব্যাহত আছে।

আরও পড়ুন: ওমিক্রনের থাবায় দিশেহারা পুরো ইউরোপ

কাশ্মির পুলিশ এক টুইটবার্তায় জানায়, নিহতরা সবাই অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসী সংগঠন ‘জয়েশ ই মোহাম্মদ’- এর সদস্য।

Exit mobile version