Site icon Jamuna Television

কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি

ছবি: সংগৃহীত

কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনরা ১-০ গোলের হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। আরেক ম্যাচে চেলসিকে ১-১ গোলে রুখে দিয়েছে ব্রাইটন অ্যান্ড হোব আলবিওন।

ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ শুরু করে ব্রেন্টফোর্ড। ম্যাচের ১৫ মিনিটের মধ্যে তিনবার সিটির ডেরায় আক্রমণ করে স্বাগতিক দলটি। কিন্তু ঠিকই প্রথম লিড নেয় সিটিজেনরা। ১৬ মিনিটে ডি ব্রুইনার অ্যাসিস্ট থেকে গার্দিওলার দলকে এগিয়ে দেন ফিল ফোর্ডেন।

এরপর ফোর্ডেন, ডি ব্রুইনারা একাধিকবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি। ৮৭ মিনিটে ডি ব্রুইনার ফ্রি কিক থেকে ব্রেন্টফোর্ডের জালে বল জড়ান ডিফেন্ডার ল্যাপোর্তা। কিন্তু ভিএআরে বাতিল হয় সিটির এই গোল। ম্যাচে আর গোল না হওয়ায় ১-০’র জয়ে শীর্ষ স্থান সুসংহত করে সিটি।

ইউএইচ/

Exit mobile version