Site icon Jamuna Television

আবারও করোনায় আক্রান্ত অভিনেতা অর্জুন কাপুর

ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। জানা যাচ্ছে অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুরের করোনা রিপোর্টও পজেটিভ এসেছে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

অর্জুন এই নিয়ে দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হলেন। যদিও তার প্রেমিকা মালাইকা অরোরার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে তার টিম জানিয়েছে। সম্প্রতি মুম্বাইতে একসঙ্গে একটি রোম্যান্টিক ডিনার ডেটে গিয়েছিলেন তারকা যুগল। ২০২০-র সেপ্টেম্বরে একসঙ্গে দু’জনেই করোনা আক্রান্ত হয়েছিলেন। তার আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্রই বুধবার এই অভিনেতার বাংলো সিল করেছে পৌরসভার কর্মকর্তারা। ইতোমধ্যেই স্যানিটাইজেশন পর্ব শুরু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এ বিষয়ে কোনো স্টেটমেন্ট ইস্যু করেননি অর্জুন নিজে।

আরও পড়ুন: হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগ! সানি লিওনের গ্রেফতার দাবি

দুই সপ্তাহ আগেই অর্জুনের চাচি মাহিপ কাপুর ও বোন শানায়া কাপুরও করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপরেই করোনা পজেটিভ হলেন অর্জুন। শানায়া গত ১৫ ডিসেম্বর করোনা পজেটিভ হওয়ার কথা প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন হালকা কিছু উপসর্গ আছে তার।

Exit mobile version