Site icon Jamuna Television

এসএসসির ফল: কোন বোর্ডে পাসের হার কত?

ফাইল ছবি।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর মোট উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন, পাসের হার ৯৩.৫৮ শতাংশ। যা গত বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর এসএসসির ফল প্রকাশ করেন তিনি।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৫৩০ জন। ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪.০৮ শতাংশ, মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩.২২ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৮৮.৪৯ শতাংশ। সর্বোচ্চ ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৭.৫২ শতাংশ।

এছাড়া সিলেটে এবারের পাসের হার ৯৬.৭৮ শতাংশ, ঢাকায় ৯৩.১৫ শতাংশ, বরিশালে ৯০.১৯ শতাংশ, যশোর ৯৩.০৯ শতাংশ, দিনাজপুরে ৯৪.০৮ শতাংশ, চট্টগ্রামে ৯১.১২ শতাংশ, ময়মনসিংহে ৯৭.৫২ শতাংশ, রাজশাহীতে ৯৪.৭১ শতাংশ এবং কুমিল্লায় ৯৬.২৭ শতাংশ।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন। প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরবর্তীতে এসএসসি’র ফল ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন: মোবাইলে যেভাবে জানা যাবে এসএসসি’র ফলাফল

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এর মাধ্যমে দেড় বছর পর প্রথম কোনো পাবলিক পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। সব বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এবার সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

Exit mobile version