Site icon Jamuna Television

‘প্রধান বিচারপতি নিয়োগে নিয়ম নেই, তাই নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের কিছু নেই’

আইনমন্ত্রী আনিসুল হক।

প্রধান বিচারপতি নিয়োগে কোনো নিয়ম নেই, তাই নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের কিছু নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মিট দ্য ওকাবের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি নিয়োগের পুরো ক্ষমতা রাষ্ট্রপতির বলেও জানান আইনমন্ত্রী। এ সময় খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে করা আবেদনের বিষয়ে কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসনের পরিবারের আবেদন আগেই নিষ্পত্তি করা হয়েছে। এটা নতুন করে বিবেচনার কিছু নেই। র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে মন্ত্রী জানান, সংস্থাটির বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। তাই এটি বাতিল নিয়ে আলোচনার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করছে সরকার। দেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয়নি বলেও মন্তব্য করেন আনিসুল হক।

Exit mobile version