Site icon Jamuna Television

২৫০ বার কোভিড পজেটিভ!

বেনোইত পেইর। ছবি: সংগৃহীত

ফ্রান্সের টেনিস খেলোয়াড় বেনোইত পেইর ২৫০তম বারের মতো কোভিড-১৯ পজেটিভ হয়েছেন বলে ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন।

ইনস্টাগ্রামে তিনি লেখেন, আমার নাম বেনোইত পেইর। ২৫০তম বারের মতো আমি কোভিড পজেটিভ হয়েছি। সত্যি বলতে কোভিডের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারছি না। কেমন আছি? কোভিডের কারণে নাক বেয়ে পানি পড়ছে। দুনিয়ার নানা জায়গার হোটেলে কোয়ারেন্টিন করতে করতে আমি মানসিকভাবে আর ভালো নেই।

আগামী মাসে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে মেলবোর্নে একটি টুর্নামেন্ট খেলার কথা ছিল তার। বর্তমানে অজ্ঞাত স্থানে তিনি কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছে ফক্স স্পোর্টস।

বেনোইত পেইর। ছবি: সংগৃহীত

২০২০ সালে ইউএস ওপেনের আগে কোভিড-১৯ পজেটিভ হন পেইর। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে তিনি খেলতে পারেননি। এরপর হামবুর্গে এটিপি টুর্নামেন্টের দুই সপ্তাহ আগে আবারও পজেটিভ হন পেইর। তবে টুর্নামেন্টটি শুরুর অনেকদিন আগেই পজেটিভ হওয়ায় এবং হাতে সময় থাকায় হামবুর্গে খেলার সুযোগ পেয়েছিলেন ৩২ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। এ মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে কঠোর কোয়ারেন্টিনে থাকা খেলোয়াড়দের একজনও পেইর।

Exit mobile version