Site icon Jamuna Television

ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন যমুনা টিভির আহমেদ রেজা

আহমেদ রেজার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

অভিবাসন বিষয়ক সাংবাদিকতায় টানা দ্বিতীয় বারের মতো ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহমেদ রেজা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। প্রবাসে নারী নির্যাতন ও শ্রমিকদের প্রতারণার শিকার নিয়ে প্রতিবেদন করায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, কোনো এজেন্সির বিরুদ্ধে বিদেশে কর্মী পাঠানোর পর চাকরি না দেয়া কিংবা নির্যাতনের অভিযোগের যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে। এসব বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। বিদেশে দক্ষ লোক পাঠাতে হবে। তাহলে রেমিট্যান্স আরও বাড়বে।

ইউএইচ/

Exit mobile version