Site icon Jamuna Television

জয়ের জন্য বাংলাদেশকে ২৪৪ রানের লক্ষ্য ছুড়ে দিল ভারত

ছবি: সংগৃহীত।

এশিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। যেখানে বাংলাদেশের সামনে ২৪৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে ভারতীয় যুবারা।

শুরুতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের বিপরীতে খুব একটা সুবিধা করতে পারেনি ভারতীয় ব্যাটাররা। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় তারা। এক পর্যায়ে ২১ ওভার ৫ বলে ৬২ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে যশ ধুলের দল। তবে একপ্রান্ত আগলে রাখেন টপ অর্ডার ব্যাটসম্যান শেখ রশিদ। তার ১০৮ বলে ৯০ রানের ইনিংসে ও ১০ নম্বরের নামা ব্যাটসম্যান ভিকি ওসলটের ব্যাটে ২৪৩ রান সংগ্রহ করে ভারতীয় যুবারা।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৪১ রান দিয়ে ৩টি উইকেট সংগ্রহ করেন বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল হাসান। এছাড়া তানজিম আহমেদ সাকিব, নাইমুর রহমান, এসএম মেহরাব ও আরিফুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

জেডআই/

Exit mobile version