Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত নোরা ফতেহি

ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে সেই খবর নিজেই জানিয়েছেন তিনি। খবর হিন্দুস্থান টাইমসের।

খবরে বলা হয়, গত কয়েকদিন ধরে ঘরবন্দি ছিলেন নোরা ফতেহি। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। কোভিডের সমস্ত বিধি নিষেধ মেনে চলছেন তিনি। তবে মৃদু উপসর্গ নয়, নোরার ওপর কোভিডের বেশ শক্তপোক্ত প্রভাব পড়েছে বলেই জানান অভিনেত্রী।

নোরা ফতেহির ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে হয়েছে একটি বিবৃতি। লেখা হয়েছে, নোরা ফতেহির হয়ে আমরা জানাচ্ছি যে ২৮ ডিসেম্বর কোভিড টেস্টে নোরার রেজাল্ট পজেটিভ এসেছে। কোভিড বিধি নিষেধ মেনে নোরা কোয়ারেন্টাইনে রয়েছেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।

এই মাসের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হয়েছিলেন নোরা ফতেহি। ব্রাহীন হলুদ থাই স্লিট পোশাকে দেখেই নেটিজেনের একাংশ এই ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ বললেন, ‘এতো বড়লোক তবুও এমন ছেঁড়া ফাটা পোশাক পরতে হয়!’ আবার আরও এক নেটিজেন লিখেছেন, ‘এতো টাকা থেকে কী লাভ! কোমরে একটা বেল্টও জোটেনি। তার জায়গায় কুয়োয় ফেলার দড়ি পরতে হলো!’

ইউএইচ/

Exit mobile version