Site icon Jamuna Television

করোনার টিকা নেয়ার ভয়ে গাছে উঠে বসে থাকলেন তিনি (ভিডিও)

ছবি: ভিডিও থেকে নেয়া।

ভারতে আবার বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যকর্মী ও সরকার পরিস্থিতি আয়ত্তে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু এক শ্রেণির মানুষ কিছুতেই টিকা নিতে চাচ্ছে না। সে রকমই একটি ঘটনা ঘটেছে পুদুচেরির কনেরিকুপ্পম গ্রামে। টিকা নেয়ার ভয়ে গাছে উঠে বসে থাকল এক মধ্যবয়স্ক ব্যক্তি।

সরকার ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যপূরণে স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি পাঠাতে শুরু করেছে। স্বাস্থ্যকর্মীরা যখন কনেরিকুপ্পম গ্রামে টিকাকরণের জন্য বাড়ি বাড়ি ঘুরছেন, তখন তারা দেখেন টিকা নেয়ার ভয়ে এক ব্যক্তি তার নিজের বাড়ির কাছে একটি গাছে উঠে বসে আছে।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

স্বাস্থ্যকর্মী এবং পথচারীরা তাকে হাজারো অনুরোধ করা সত্ত্বেও সে নীচে নেমে আসেনি। উল্টা তাকে বলতে শোনা যায় যে, স্বাস্থ্যকর্মীরা তাকে টিকা দিতে পারবে না, কারণ সে গাছ থেকে নীচে নামবে না। শেষমেশ স্বাস্থ্যকর্মীদের হাতে আর কোনো উপায় না থাকায় তারা সেখান থেকে চলে যান। ওই ব্যক্তির কাণ্ডকারখানা ভাইরাল হয়েছে টুইটারে। অনেকে ওই ব্যক্তির আচরণের সমালোচনাও করেছেন।

এর আগে ইতালির এক চিকিৎসক টাকা খরচ করে নকল হাত বানিয়েছিল সেই হাতে টিকা নেবে বলে।
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, টিকা নিতে নারাজ এক মহিলা টিকা দিতে আসা স্বাস্থ্যকর্মীকে ধাওয়া করছে।

আরও পড়ুন- ‘বাড়ি ফিরে আয় মজনু, লায়লার সঙ্গেই তোর বিয়ে হবে’

Exit mobile version