Site icon Jamuna Television

৪র্থ ম্যাচের আগে দুঃসংবাদ ধুঁকতে থাকা ইংল্যান্ড শিবিরে

ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড ও অধিনায়ক জো রুট। ছবি: সংগৃহীত।

অ্যাশেজের চতুর্থ টেস্টে হেড কোচ ক্রিস সিলভারউডকে পাচ্ছে না ধুঁকতে থাকা ইংল্যান্ড। পরিবারের এক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে ইংল্যান্ড কোচকে।

ক্রিকেট মাঠ ও মাঠের বাইরে সময়টা খুব খারাপ যাচ্ছে ইংল্যান্ডের। মাঠে একের পর এক হার আর মাঠের বাইরে করোনার সংক্রমণে জর্জরিত পুরো দল।

এর আগে করোনা পজিটিভ হন ইংল্যান্ডের তিন কোচিং স্টাফ। যারা সবাই রয়েছেন আইসোলেশনে। এবার হেড কোচ সিলভারউডের দলে না থাকাটা বাড়তি চাপ তৈরি করেছে থ্রি লায়ন্স শিবিরে। এদিকে, প্রধান কোচের অনুপস্থিতিতে সিডনি টেস্টে দলের দায়িত্ব পালন করবেন ব্যাটিং কোচ গ্রাহাম থর্প।

আগামী ৫ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ অ্যাশেজের চতুর্থ টেস্ট। প্রথম তিন ম্যাচ জিতে এরইমধ্যে চলতি অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। বিগত ৩ ম্যাচের একটিতেও নূন্যতম প্রতিরোধ গড়তে পারেনি জো রুটের দল।

জেডআই/

Exit mobile version