Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার পুরোনো পার্লামেন্ট ভবনে আগুন

আগুনে পুড়ছে অস্ট্রেলিয়ার পুরনো পার্লামেন্ট ভবন।

অস্ট্রেলিয়ার পুরানো পার্লামেন্ট ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের কিছু অংশ।

আগুন লাগার পর পরই ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিস। কয়েকটি ইউনিট কাজ করে দ্রুত নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। আগুনে পুড়ে গেছে ভবনের সামনের দরজা ও বাইরের বেশ কিছু অংশ। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। কারণ উদঘাটনে চলছে তদন্ত।

জানা গেছে, গত ৫ দিন যাবত ভবনটির সামনে চলছে বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভকারীদের কেউ ভবনে অগ্নিসংযোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৮৮ সাল পর্যন্ত পার্লামেন্ট ভবন হিসেবে ব্যবহৃত হত এটি। আগ্নিকাণ্ডের ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভবনটি।

/এসএইচ

Exit mobile version