Site icon Jamuna Television

যে কারণে মিরপুরের পরিবর্তে চট্টগ্রাম ও সিলেট স্টেডিয়ামে হবে আফগান সিরিজ

ছবি: সংগৃহীত।

আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। ওইদিন শুরু হয়ে আসরটি চলবে পরের মাস ফেব্রুয়ারির ১৮ তারিখ পর্যন্ত। এর পরপরই দেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের ৩ ম্যাচের সাথে ২ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে আফগানরা।

অস্ট্রলিয়া-নিউজিল্যান্ড সিরিজের উইকেট নিয়ে ছিল ব্যাপক সমালোচনা। এবার আফগানদের বিপক্ষে তাই ভালো উইকেটে ম্যাচ আয়োজন করতে চায় বাংলাদেশ। তাই মিরপুর থেকে ভেন্যু সরে যেতে পারে চট্টগ্রাম ও সিলেটে। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, আমাদের এফটিপি অনুযায়ী বিপিএলের পরপরই আসছে আফগানিস্তান। সেই অনুযায়ী আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। তবে তখনকার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন: ‘পঞ্চপান্ডবের কোনো অর্জন নেই’, সালাউদ্দিনের মন্তব্য নিয়ে যা বললেন তামিম

এদিকে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উন্নয়নে বিসিবিকে পাশে চায় দেশটি। ক্রিকেটীয় সম্পর্কের উন্নয়নে দেশটির ক্রিকেট প্রতিনিধি মোহাম্মদ হাসান তারেক ঘুরে গেছেন মিরপুরের হোম অব ক্রিকেট। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পাশে থাকার কথা জানিয়েছে বিসিবিও।

জেডআই/

Exit mobile version