Site icon Jamuna Television

তমা মির্জা-হিশাম চিশতীর বিচ্ছেদ

তমা মির্জা ও হিশাম চিশতী। ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা ও হিশাম চিশতীর। জানা গেছে, হিশাম চিশতী গত ৭ সেপ্টেম্বর তমা মির্জাকে আইনজীবীর মাধ্যমে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন। আর তা তমা মির্জা গ্রহণ করেন।

আইন অনুযায়ী তিন মাস পর এটি কার্যকর হয়। সে অনুযায়ী গত ৭ ডিসেম্বর তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটেছে। এ বিষয়ে তমা মির্জা ও হিশাম চিশতী, দু’জনেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কানাডা প্রবাসী হিশাম চিশতী পেশায় ব্যবসায়ী। ২০১৯ সালে তাকে বিয়ে করেছিলেন তমা মির্জা। বিয়ের এক বছরের মধ্যে দু’জনের সম্পর্কে ফাটল ধরে। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় তমা মির্জার। ‘নদীজন’ সিনেমায় পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এরপর থেকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন তমা মির্জা। চলতি বছর ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব সিনেমা দিয়ে আলোচিত হয়েছেন এই ঢালিউড অভিনেত্রী।

এমএন/

Exit mobile version