Site icon Jamuna Television

মহাকাশে রকেট পাঠালো ইরান!

ছবি: সংগৃহীত।

মহাকাশে রকেট পাঠিয়েছে ইরান। স্যাটেলাইট বহনকারী এই রকেটের মাধ্যমে ইরান মহাকাশে তিনটি গবেষণা যন্ত্র পাঠানোর কথা জানিয়েছে। সূত্র: রয়টার্স।

আল জাজিরার খবর বলছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মহাকাশে রকেট পাঠানোর খবর প্রচার করলেও কখন এই রকেট পাঠানো হয়েছে এবং রকেটে কি যন্ত্র আছে সেটি প্রকাশ করেনি। ইরান মহাকাশে এমন এক সময় রকেট পাঠানোর ঘোষণা দিলো যখন পরমাণু চুক্তি-২০১৫ তে ফেরা নিয়ে বিশ্বের পাঁচ শক্তিধর দেশের সাথে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তাদের অষ্টম দফার সংলাপ চলছে।

এর আগেও মহাকাশে রকেট পাঠিয়েছিল ইরান। সেই রকেট পাঠানোর নিন্দা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

রকেট পাঠানোর বিষয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ হোসেইনি বলেন, ফনিক্স রকেটে তারা ৪৭০ কিলোমিটার উচ্চতায় ডিভাইস (যন্ত্র) পাঠিয়েছে। এর থেকে বেশি তথ্য জানাননি তিনি।

আহমাদ হোসেইনি আরও জানান, মহাকাশকেন্দ্র এবং রকেটের কার্যকারিতা যথাযথ ছিল। মহাকাশে রকেট পাঠানোকে তিনি তেহরানের ‘প্রারম্ভিক’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। ইরান মহাকাশে আরও রকেট পাঠাবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে রকেট উৎক্ষেপণের যে ফুটেজ প্রচার করা হয়েছে তাতে দেখা গেছে, ইমাম খোমেনি মহাকাশ কেন্দ্র থেকে রকেট উৎক্ষেপণ করা হচ্ছে।

আরও পড়ুন- বাইডেনকে হত্যার পরিকল্পনাকারী যুবক অস্ত্রসহ আটক

এনবি/

Exit mobile version