Site icon Jamuna Television

করোনার এক ডোজ ওষুধের দাম হবে তিন হাজার টাকা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

মানিকগঞ্জ প্রতিনিধি:

আজ থেকে দেশে বাজারজাত শুরু হয়েছে করোনা রোগীদের মুখে খাওয়ার দুইটি ওষুধ। আমেরিকার তৈরি নিরমাট্রেলভির ও রেটিনোভির নামের এ দুইটি ওষুধ বাজারজাত করছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস। এর একডোজ ওষুধের দাম হবে তিন হাজার টাকা।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জাহিদ মালেক বলেন, ওষুধ ভ্যাকসিনের বিকল্প নয়। ভ্যাকসিন নিবেন সুস্থরা। আর ওষুধ সেবন করবে আক্রান্তরা। একডোজ ওষুধের দাম হবে তিন হাজার টাকা। মোট ৫ দিন খেতে হবে। মোট ৩০টি ট্যাবলেটের দাম হবে ১৬ হাজার টাকা। এই ওষুধের কার্যকারিতা ৮৮ ভাগ বলেও জানান তিনি।

আরও পড়ুন: থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে কক্সবাজারে পর্যটকের ঢল

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী মাস থেকে সারাদেশে ওয়ার্ড পর্যায়ে ভ্যাকসিন কাযর্ক্রম শুরু হবে। ২৮ হাজার বুথে ৪ কোটি ভ্যাকসিন দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা।

জেডআই/

Exit mobile version