Site icon Jamuna Television

আগামী বিজয় দিবসে চালু হবে মেট্রোরেল

আগামী বছর ১৬ ডিসেম্বর সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোট্রেন উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেল বা এমআরটি লাইন-৬ এর ২০.১০ কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে ১৯.৭০ কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি মেট্রোরেল স্টেশনের মধ্যে ১২টির কনকোর্স ছাদ ও প্ল্যাটফর্ম নির্মাণের কাজ শেষ হয়েছে। এছাড়া ২৪ সেট মেট্রোট্রেনের মধ্যে ১০ সেট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।

এখন উত্তরা উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোট্রেনসমূহের পারফরমেন্স পরীক্ষা চলছে।

/এডব্লিউ

Exit mobile version