Site icon Jamuna Television

এসএমই ঋণ পরিশোধে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের ঋণ পরিশোধে ছাড় দিয়েছে। অনাদায়ী কিস্তির ১৫ শতাংশ পরিশোধ করলেই খেলাপিমুক্ত থাকতে পারবেন উদ্যোক্তারা। গতকাল এ সংক্রান্ত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, এসএমই খাতে ঋণ দিতে উৎসাহিত করার লক্ষ্যে বিতরণকৃত ঋণের বিপরীতে অতিরিক্ত প্রভিশন হিসেবে ২ শতাংশের পরিবর্তে ১ দশমিক ৫ শতাংশ সংরক্ষণ করা যাবে। এই খাতে বিতরণকৃত ঋণের বিপরীতে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রদেয় কিস্তির ২৫ শতাংশের পরিবর্তে ন্যূনতম ১৫ শতাংশ আদায় হলে উক্ত ঋণ অশ্রেণিকৃত হিসেবে দেখানো যাবে।

এ ঋণের ওপর আরোপিত সুদ ব্যাংকগুলো আয়খাতে স্থানান্তর করতে পারবে বলেও কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version