Site icon Jamuna Television

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধ, ২ পাকিস্তানিসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরে দুটি আলাদা বন্দুকযুদ্ধে দুই পাকিস্তানিসহ ছয় জঙ্গি নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অনন্তনাগ ও কুলগাম জেলায় পৃথক দুটি বন্দুকযুদ্ধে এ হতাহতের ঘটে। 

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় দুটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অনন্তনাগের মিরহামা এলাকায় নিরাপত্তাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান চালালে শুরু হয় সংঘর্ষ।

কাশ্মীর জোন পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, নিহত জঙ্গিরা জইশ-ই-মুহাম্মদের সঙ্গে যুক্ত ছিল। নিহত ছয়জনের মধ্যে দুজন পাকিস্তানি এবং দুজন স্থানীয়, নিহত বাকি দুজনের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রথম বন্দুকযুদ্ধটি অনন্তনাগে শুরু হয়, এতে নিরাপত্তাবাহিনীর একজন সদস্য আহত হন। অনন্তনাগের অপারেশন শেষ হওয়ার পরেই কুলগাঁওয়ের মিরহামায় অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। নিহত ছয়জনের মধ্যে নওগাঁও অভিযানে নিহত হয়েছে তিনজন। আর মিরহামা অভিযানে নিহত হয়েছেন তিনজন। 

/এসএইচ

Exit mobile version